আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা আপনি যদি নিজে নিজেই এড রান করে থাকে তাহলে ফেসবুক এড রিজেক্ট এর সম্মুখীন হয়েছেন আশা করি। কিছু কিছু সময় কারনটা খুব সহজেই ধরা যায় আবার কিছু কিছু সময় আপনি বুজতেই পারবেন না কেন আপনার অ্যাড রিজেক্ট হলো, আর সেটাই সব থেকে বিব্রতকর ব্যাপার হয়ে থাকে। প্রথমেই যেটা করতে হবে, ফেসবুকের রুলসগুলা ঠিক মত জানতে হবে এবং সে অনুযায়ী এড রান করতে হবে।
নিচে লিস্ট আকারে কিছু কারন দেয়া হলো যেসব কারনে আপনার অ্যাড রিজেক্ট হতে পারে।
ঠিক মত টার্গেট না করাঃ
আপনার অ্যাড টারগেটিং যদি একদম ই ইরিলিভেন্ট থাকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস থেকে তাহলে আপনার অ্যাড রিজেক্ট হতেই পারে, ফেসবুক এখানে ভেবে নেয় যে আপনি ধরে বেন্ধে কিছু মানুষকে অ্যাড দেখাতে চাচ্ছেন যারা আপনার অ্যাড একদমই অ্যাড দেখতে চায় না, এটা তো একরকম স্প্যামিং ই হলো তাই না?
গ্রামারে ভুল হলে অ্যাড রিজেক্ট হয়ঃ
গ্রামারে ভুল হলে অ্যাড রিজেক্ট হয়?? এটা কেমন কথা, এটা একদম সত্যি কথা। কিন্তু এখানে নরমালি আমরা গ্রামার বলতে যেটা বুঝি ঠিক সেরকম না, যেমন সব লেখা বড় হাতের লিখলেন এটার ফলে আপনার অ্যাড রিজেক্ট হতে পারে, যেটার কারন হিসেবে ফেসবুক বলে থাকে এটার মাধ্যমে আপনি আনফেয়ার ভাবে অন্য প্রতিযোগীদের থেকে বেশি সুবিধা নেয়ার চেস্টা করছেন।
অগ্রহণযোগ্য ভাষাঃ
বিভিন্ন রকম অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার আরেকটা কারন ফেসবুক অ্যাড রিজেক্ট এর কারন, কাউকে অবজ্ঞা করে কিছু লেখা, অথবা অবমানাকর কিছু, এগুলা কেউ করে থাকলে বাদ দিতে হবে।আপনার অ্যাড অবশ্যই প্রোফেশনাল হতে হবে।অ্যাড প্রফেশনাল হবার মানে কি?এটা কেমন জিনিস?এটার মানে হচ্ছে আপনাকে একটা বাক্য লিখলে সঠিক ভাবে সেটা শেষ করতে হবে, এখানে বানানের দিকে লক্ষ্য রাখতে হবে, গ্রামারের ব্যাপারও চলে আসে, এবং বাক্য গঠনের স্ট্রাকচার।
Destination URL ঠিক মত না দেয়াঃ
আপনার লিঙ্ক কে ছদ্মবেশ দেয়ার চেস্টা করছেন? অথবা সরাসরি অ্যাড থেকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অথবা পিডিএফ ডাউনলোড করার সুবিধা? এরকম করলে আপনার অ্যাড রিজেক্ট হতে ৮ সেকেন্ডের ও কম সময় লাগবে। এখানে Destination Urls এর গাইডলাইন হলো এটা স্পষ্ট হতে হবে, যেন সব ইউজার একই ল্যান্ডিং পেজে প্রবেশ করে, তবে এটা নিশ্চিত হতে হবে যে এটা যেন কোন পপ-আপ টাইপের লিঙ্ক না হয় অথবা ফেক বিহেব প্রকাশ পায় এরকম কোন লিঙ্ক।
ফেসবুক পেজে অফার দিচ্ছেন একটা আবার ইউজার ল্যান্ডিং পেজে গিয়ে দেখছে আরেকটাঃ
আপনার লিঙ্ক কে ছদ্মবেশ দেয়ার চেস্টা করছেন? অথবা সরাসরি অ্যাড থেকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অথবা পিডিএফ ডাউনলোড করার সুবিধা? এরকম করলে আপনার অ্যাড রিজেক্ট হতে ৮ সেকেন্ডের ও কম সময় লাগবে। এখানে Destination Urls এর গাইডলাইন হলো এটা স্পষ্ট হতে হবে, যেন সব ইউজার একই ল্যান্ডিং পেজে প্রবেশ করে, তবে এটা নিশ্চিত হতে হবে যে এটা যেন কোন পপ-আপ টাইপের লিঙ্ক না হয় অথবা ফেক বিহেব প্রকাশ পায় এরকম কোন লিঙ্ক।
আপনার অ্যাড যদি নিয়মিত ভাবে ফেসবুকে রিজেক্ট হতে থাকে এটাকে “ফেসবুকে পাপ” বলা হয়। আর পাপ করলে তো শাস্তি পেতেই হয়, তাই ফেসবুকের নিয়ম ভালো করে পড়ুন, উপরে যে লিস্টে আকারে কিছু কারন দিলাম সেটা ভালো করে পরেন এবং কাজে লাগান।